বাংলার কন্ঠস্বরঃ ৫ জানুয়ারি যদি নির্বাচন না হতো তাহলে দেশে আরেকটি ৭৫-এর মতো হত্যাকাণ্ড সংঘটিত হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাজধানীর বায়তুল মোকাররম কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ গেইটে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে দুপুর পৌনে তিনটায় সমাবেশ শুরু হয়। তিনি বলেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারি নির্বাচনে গিয়ে সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করেছেন। নয়লে এদেশ আবারো রাজাকারদের হাতে চলে যেত। তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপি-জামায়াত হত্যার আশ্রয় নিয়েছিল। পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামের নামে খালেদা জিয়া মানুষকে পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে মারতে শুরু করেছিল। ৫ জানুয়ারি দেশে নির্বাচন না হলে দেশে আর কোনো সরকার থাকতো না। সাংবিধানিক সংকট দেখা দিত। ৭৫-এর ১৫ আগস্টের মতো হত্যাকাণ্ড ঘটে যেতো দেশে। সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী।