নীলফামারী প্রতিনিধি // জলঢাকায় বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র আল-কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোলাম সারওয়ার ভুট্টু বিএসসির সঞ্চালনায় এবং জননেতা ময়নুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক সহ-সভাপতি প্রভাষক একরামুল মনোয়ার হোসেন। সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল (বিএসসি)। কৈমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কোহিনুজ্জামান লিটন ও ধর্মপাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোকসেদ চৌধুরী। শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আল মামুন। উপজেলা জাসাসের আহ্বায়ক সুলতান মাহমুদ ও তাঁতীদলের সাধারণ সম্পাদক রউফুল ইসলাম বাবু। উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রানা এবং শুভ ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। তারা বলেন, আমাদের মাঝে দেশনেত্রী আর নেই, আমরা মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।সমাপনী বক্তব্যে ময়নুল ইসলাম নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রিয় নেত্রী কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আজ সময় এসেছে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার। নীলফামারী-৩ আসনে আলহাজ্ব সৈয়দ আলীকে ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। তিনি ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লা পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থেকে রাজপথে থাকার নির্দেশ দেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।