প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১১:২১ পি.এম
নাটোর-১ আসনে শান্তি ফিরিয়ে আনতে চাই- স্বতন্ত্র প্রার্থী টিপু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু বলেন, লালপুর ও বাগাতিপাড়ার সকল উন্নয়নের অংশীদার হয়ে তিনি এই আসনে শান্তি ফিরিয়ে আনতে চান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি২০২৬) বিকেলে লালপুর উপজেলার বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তাইফুল ইসলাম টিপু আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনি কলস প্রতীকের প্রার্থী। “আপনারাই আমাকে প্রার্থী বানিয়েছেন। আমি আপনাদেরই বিলমাড়িয়ার সন্তান। তাই সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে বিজয়ী করার দায়িত্ব আপনাদেরই। নির্বাচনকে ঘিরে একটি মহল এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হবো। বিজয়ী হলে এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
টিপু অভিযোগ করে বলেন, একজন প্রার্থী প্রতিটি ইউনিয়নে সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে, যাতে ভোটাররা ভোটের দিন ভোট কেন্দ্রে যেতে না পারে। এ সময় তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংশ্লিষ্টদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক, তবে কোনো নিরীহ মানুষকে যেন গ্রেপ্তার করে হয়রানি করা না হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনঞ্জুরুল ইসলাম বিমল, জেলা বিএনপির সদ্য বহিস্কৃত নেতা রঞ্জিত কুমার সরকার, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম টমি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মীরজাদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিউর রহমান বাবু, বিএনপি নেতা আব্দুল হাই নান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.