অনলাইন ডেস্ক
বরিশাল নগরীর কোতয়ালী মডেল থানাধীন বিসিসি’র ২৬নং ওয়ার্ডের কালিজিরা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতদের একজনের হাত কাটা এবং অপরজনের মাথায় গভীর জখম হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কালিজিরা বিএনপি পার্টি অফিস সংলগ্ন পাকা সড়কে। এ ঘটনায় আহতদের স্বজন মাসুদুল হক (৬৩) কোতয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, বাদী মাসুদুল হক তার ক্রয়কৃত জমি পরিমাপ করতে গেলে সকালে বিবাদীরা বাধা প্রদান করে। পরে সন্ধ্যায় প্রতিশোধমূলকভাবে চুন্নু আকন, ফারুক আকন, রাশিদা, রুমা, কাশেম আকনের স্ত্রী, স্বাধীনসহ আরও ৪-৫ জন পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে জুয়েল ফকির ও নকিম হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়।
এসময় ১নং বিবাদী চুন্নু আকন হাতে থাকা ধারালো দা দিয়ে জুয়েল ফকিরের মাথায় কোপ মারার চেষ্টা করলে তিনি হাত তুলে ঠেকান। এতে তার ডান হাতে কনুইয়ের ওপর গভীর কাটা জখম হয়। অপরদিকে ২নং বিবাদী ফারুক আকন লোহার রড দিয়ে করিম হাওলাদারের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত ও গুরুতর জখম হন।
এজাহারে আরও বলা হয়, হামলার সময় স্বাধীন নামের এক আসামি জুয়েল ফকিরের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। একইসঙ্গে চুন্নু আকন জুয়েলের পকেট থেকে ৪০ হাজার টাকা এবং রাশিদা করিম হাওলাদারের পকেট থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বাদী মাসুদুল হক বলেন, আমরা আইন অনুযায়ী জমি পরিমাপের কাজ করছিলাম। কিন্তু প্রতিপক্ষ সকাল থেকে জমি দখলের উদ্দেশ্যে বাধা প্রদান করে এবং পরে পরিকল্পিতভাবে আমাদের লোকদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
এ প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত এজাহার দায়ের করা হয়েছে । তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।