প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ৯:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৫:১৬ পি.এম
বরিশাল থেকে আখতার গ্রেফতার

বরিশালের বানারীপাড়া উপজেলায় মো. আখতার হোসেন হাওলাদার (৪৮) নামে আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌণে একটার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আখতার হোসেন সলিয়াবাকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আখতার হোসেনকে গ্রেফতার করা হয়।
পরে আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার দেখিয়ে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.