স্টাফ রিপোর্টার
বরিশাল প্রতিদিনের বার্তা সম্পাদক, বরিশাল প্রেসক্লাবের সদস্য ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত বাবলুর আজ ১০ অক্টোবর শুভ জন্মদিন। ১৯৭৬ সালের আজকের এইদিনে তিনি বরিশাল নগরীর কাটপট্টি এলাকায় জন্মগ্রহন করেন। মরহুম খোকা মিয়া ও মরহুমা হাসিনা বেগম রেবা’র ছোট ছেলে বেলায়েত বাবলু নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন বিদ্যালয় থেকে এস.এস.সি ও সরকারি বরিশাল কলেজ থেকে বি এ (পাস) উর্ত্তীন হন। উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েই সাংবাদিকতা পেশায় জড়িয়ে পড়া বেলায়েত বাবলু বরিশালের দৈনিক শাহনামা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর বরিশালের আনন্দ লিখন, আজকের বার্তা, দৈনিক আজকের পরিবর্তন, দৈনিক মতবাদ, বরিশালের আজকাল, বিপ্লবী বাংলাদেশ, আজকের বরিশাল, বরিশাল প্রতিদিন,দৈনিক দক্ষিণাঞ্চল, বরিশাল অঞ্চল পত্রিকায় স্টাফ রিপোর্টার, যুগ্ম বার্তা সম্পাদক, বার্তা সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো রিপোর্টার এবং সকালের খবর পত্রিকার বরিশাল অফিস প্রধান হিসেবে কাজ করেন। সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকাবস্থায় বরিশাল প্রেসক্লাবের সদস্য পদ লাভ করে কার্যকরী কমিটিতে বিভিন্ন সময়ে ক্রীড়া সম্পাদক, পাঠাগার সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করা বেলায়েত বাবলু বরিশাল সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে অংশ নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
পাশাপাশি ছিলেন সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের যুগ্ম সম্পাদক। এছাড়া সাংস্কৃতিক কর্মী হিসেবে বরিশালের অন্যতম নাট্য সংগঠন প্রজন্ম নাট্য কেন্দ্রের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা বেলায়েত বাবলুু বেশ কিছু মঞ্চ ও টেলিভিশন নাটকে কাজ করেছেন। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের প্রচার সম্পাদক ও বরিশাল কলেজ ছাত্র সংসদের সহ- নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করা বেলায়েত বাবলু দুই সন্তানের জনক। সহধর্মীনি রোমানা বাবলুকে নিয়ে বর্তমানে নগরীর কাউনিয়া এলাকার ক্লাব রোডে বসবাস করছে।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।