প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ১২:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৬:৩৫ পি.এম
ভারতে দূষিত পানি পানে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক // ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে দূষিত পানীয় পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও দুই শতাধিক মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শহরের ভাগীরথপুরা এলাকায় পানীয় পানির পাইপে ছিদ্রের কারণে ব্যাকটেরিয়া উপস্থিতি পাওয়া গেছে।
দূষিত পানি পানে প্রাণহানির বিষয়ে তিনি বলেন, ‘মৃত্যুর সঠিক সংখ্যা সম্পর্কে আমি এ মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে হ্যাঁ, একই এলাকার ২০০ জনেরও বেশি লোক শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সংগৃহীত পানির নমুনার চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে।’
জেলা প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং পানি বিশুদ্ধ করার জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছেন।
তিনি আরও বলেন, ‘আমরা একটি লিকেজ পয়েন্ট শনাক্ত করেছি, যেখান থেকে পানি দূষিত হচ্ছিল। সেটি এরইমধ্যে মেরামত করা হয়েছে। এখন পর্যন্ত ৮ হাজার ৫৭১ জনকে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ৩৩৮ জনের শরীরে মৃদু উপসর্গ শনাক্ত করা হয়েছে।’
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.