
নিজস্ব প্রতিবেদক // “মানবতার টানে, রক্তের সন্ধানে”—এই শ্লোগানকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাওয়া সংগঠন বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন (BBDF) পূর্ণ করেছে তাদের গর্বিত পথচলার ছয় বছর। সোমবার (২০ জানুয়ারি) বরিশালের প্লানেট ওয়ার্ল্ড পার্কে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন, স্বেচ্ছাসেবী মিলনমেলা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২০২০ সালের ২০ জানুয়ারি একদল তরুণ মানবিক স্বপ্নদ্রষ্টার হাত ধরে যাত্রা শুরু করা এই সংগঠনটি বর্তমানে প্রায় ৯০০ জন নিবন্ধিত স্বেচ্ছাসেবীর এক বিশাল পরিবারে পরিণত হয়েছে।
দিনব্যাপী আয়োজনের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংগঠনের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান উপদেষ্টা জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. তানজিল সরদারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নিয়মিত ও নিরাপদ রক্তদানে স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করা এবং জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করাই সংগঠনটির মূল লক্ষ্য। পাশাপাশি রক্তদান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্বেচ্ছাসেবীরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
দিনশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বছরজুড়ে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়। ‘বর্ষসেরা স্বেচ্ছাসেবী’ নির্বাচিত হন সানাউল মৃধা রাব্বি, ‘বর্ষসেরা স্বেচ্ছাসেবক (ডোনেট)’ শাহরান আহমেদ সিয়াম, ‘সেরা উদীয়মান স্বেচ্ছাসেবী’ শিহাব উদ্দিন এবং ‘সেরা নারী স্বেচ্ছাসেবী’ হিসেবে সম্মাননা লাভ করেন সুখী আক্তার।
পরিশেষে কেক কাটার মাধ্যমে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত সকল সদস্য ভবিষ্যতেও আরও দৃঢ় অঙ্গীকারের সঙ্গে মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর গত ছয় বছরে সংগঠনটি প্রায় ৪ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহের মাধ্যমে অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় ভূমিকা রেখেছে। পাশাপাশি ৪৩টি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে এলাকায় মানবিক কর্মকাণ্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। রক্তদান ছাড়াও সংগঠনটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে নারী স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাকে সংগঠনটির অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করা হয়।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. তানজিল সরদার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।