প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৬, ৩:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৫:৫৭ পি.এম
হাদি হত্যার বিচার এই সরকারের আমলেই হবে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এই সরকারের আমলেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার হবে। আমরা হাদি হত্যার বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে বক্তব্য দিচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সময় সংবাদ
শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সিলেটের লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পরিবার, সমাজ ও দেশের দায়িত্বের ভার নেয়ার এখন সময়। তরুণ প্রজন্ম নির্ভীক চিত্তে প্রাণ বিসর্জন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।’
আগামী নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বুঝেশুনে প্রার্থী নির্বাচন করবেন যাতে আগামী পাঁচ বছর আর পস্তাতে না হয়৷ একই সময় গণভোটে অংশ নেবার আহ্বান জানান তিনি।
এর আগে সকালে সিলেট প্রেসক্লাবে পিআইবি আয়োজিত নির্বাচন বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালার উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। নির্বাচনকে সামনে রেখে পরাজিত শত্রু সক্রিয় হয়ে ওঠতে পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
সমাবর্তনে উপস্থিত হয়ে ১০৭৫ জন স্নাতক শিক্ষার্থী গাউন পরিধান করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
সমাবর্তনে উপস্থিত হয়ে ১০৭৫ জন স্নাতক শিক্ষার্থী গাউন পরিধান করেন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।
সম্পাদক : মো: রাকিবুল হাছান(ফয়সাল)।
Copyright © 2024 Banglarkonthosor 24.com. All rights reserved.