বাংলার কন্ঠস্বর ডেস্কঃ জেলার মোকামতলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে জাহিদুর রহমান (৪২) নামে এক জনের পরিচয় পাওয়া গেছে।
মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, ঢাকা থেকে রংপুরগামী ও রংপুর থেকে ঢাকাগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারতৎপরতা চালাচ্ছেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 73 - Today Page Visits: 1