বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : টোয়েন্টি২০ কিংবা ওয়ানডে নয়, প্রায় ৯ বছর পর ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এটি তাদের বাংলাদেশে তৃতীয় সফর। দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজটি শুরু হবে আগামী ৯ অক্টোবর। সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ সময় উপস্থিত ছিলেন, বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, এক্সজিউম ট্যাকনলজি ম্যানেজিং ডিরেক্ট রেদওয়ান বিন ফারুক, ওয়ালটনের পক্ষে ছিলেন জাহিদ হোসেন নির্বাহী পরিচালক, উদয় হাকিম অপারেটিং ডিরেক্টর, মতিউর রহমান এডিশনাল ডিরেক্টর।
ওয়ালটন স্পন্সর হওয়ায় বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের নাম ‘ওয়ালটন টেস্ট সিরিজ’ পাওয়ার্ড বাই মার্কসেল।
সফরে দুটি টেস্ট ছাড়াও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ানরা। আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে তারা। পরের দিন থেকে টানা ৪দিন একাডেমি মাঠে অনুশীলন করবে দলটি। এরপর ৩ অক্টোবর থেকে বিসিবি একাদশের বিপক্ষে ৩দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নিবে সফরকারীরা। ম্যাচটি হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
এরপর ৬ অক্টোবর চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ৯ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট শেষে ১৪ অক্টোবর ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়বে দুই দলের খেলোয়াড়রা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭ অক্টোবর থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শেষে ২২ অক্টোবর দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের।
উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ২০০৩ সালে প্রথমবার বাংলাদেশের সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল অসিরা। এরপর ২০০৬ সালে দ্বিতীয়বার টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। এরপর প্রায় ৯ বছর পর তৃতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে তারা। আগের দুটি সফরেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলি