বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুক্তি দাবি করেছে ছাত্র ইউনিয়ন। আটক শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল বলে দাবি করেছে সংগঠনটি।
ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ এ ঘটনার তীব্র নিন্দা ও আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এছাড়াও শিক্ষার্থীদের দাবি অবিলম্বে মেনে নেওয়ারও দাবি জানান তারা।
বিবৃতিতে তারা বলেন, ‘প্রশ্নফাঁস প্রতিরোধে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর চড়াও হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সোমবার সকালে প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলার সময় তিন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সম্পাদনাঃ গাজী মামুন আহম্মেদ। (বাংলার কন্ঠস্বর )