বাংলার কন্ঠস্বর ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (আইলেট) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইলেট আইটি ক্লাব। উদ্দেশ্য, গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে আইলেটের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া।
ক্লাবটির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগে আইলেটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, ‘আগে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণ করতে হতো বিশ্ববিদ্যালয়ে গিয়ে, এখন ঘরে বসেই তা করতে পারছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তি কমেছে, সময় লাগছে খুবই কম।’ লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি, বাংলাদেশের সভাপতি মিনহাজ আহমেদ চৌধুরী বলেন, সারা বিশ্বে তথ্যপ্রযুক্তি দ্রুত এগিয়ে গেলেও বাংলাদেশের চামড়াশিল্প এদিক থেকে বেশ পিছিয়ে আছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইলেট আইটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফিরোজ আহমেদ, পরিচালক মারুফ মাহবুবসহ অনেকে। অনুষ্ঠান শেষে ক্লাবটির কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
সম্পাদনাঃ গাজী মামুন আহম্মেদ। (বাংলার কন্ঠস্বর )