বাংলার কন্ঠস্বর ডেস্কঃ সিরিয়ায় সমকামিতার অপরাধে গত সোমবার ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আইএস (ইসলামিক স্টেট)। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পর্যবেক্ষণকারী সংস্থাটি জানিয়েছে, হোমস প্রদেশের রাস্তান শহরে সমকামিতার অপরাধে সাতজনকে গুলি করে হত্যা করেছে আইএস সদস্যরা।
একই কারণে আলেপ্পো প্রদেশের রেইতান শহরে দুই ব্যক্তি ও এক বালককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আঞ্চলিক প্রধান রামি আবদেল রহমান।
তিনি জানান, জনসমক্ষেই এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ঘটনাটি যেন ভিডিও করা না হয় এ কারণে উপস্থিত লোকজনের হাতে থাকা ক্যামেরা ভেঙে ফেলে আইএস সদস্যরা।
সিরিয়া ও ইরাকের বিশাল অংশজুড়ে খিলাফতের ঘোষণা দিয়েছে আইএস। তাদের খিলাফত প্রতিষ্ঠা করা এলাকায় সমকামিতা, জাদুবিদ্যা ও সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আনুগত্য প্রকাশের জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।