বাংলার কন্ঠস্বর ডেস্ক:
মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে বসা ভর্তীচ্ছু শিক্ষার্থীরা তাদের অনশন ভেঙেছেন। অনশনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জুস খাইয়ে অনশন ভাঙান। আজ অনশন চলাকালে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ সময় আনু মুহাম্মদ গণতদন্ত কমিটি গঠন করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন। আগামী ১৯ অক্টোবর গণতদন্ত কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হবে। তারপর পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন তিনি।
পাঠকের মতামত...
Total Page Visits: 140 - Today Page Visits: 1