বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টোয়েন্টি২০ ক্রিকেটের তৃতীয় আসর মাঠে গড়াবে ২২ নভেম্বর। তৃতীয় আসরের টাইটেল স্পন্সরশিপ স্বত্ব পেয়েছে বিআরবি। শনিবার রাজধানীর একটি হোটেলে কেবল প্রস্তুতকারী প্রতিষ্ঠানের টাইটেল স্পন্সর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬টি দল নিয়ে ২০১২ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টোয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। সেবার টাইটেল স্পন্সর হিসেবে বিপিএলের সঙ্গী ছিল ডেসটিনি।
২০১৩ সালের দ্বিতীয় আসরে দলে বেড়ে দাঁড়ায় ৭টিতে। সেখানে স্পন্সরের দায়িত্ব পালন করে প্রাইম ব্যাংক।
এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। দলগুলো হচ্ছে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টারস ও রংপুর রাইডার্স।
শনিবার অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিআরবি কেবলসের পরিচালক মিজবাউর রহমান ও ক্রিয়েটিভ এজেন্সি মাত্রার প্রতিনিধি সামাউল আরেফিন।
বিপিএলের সঙ্গে যুক্ত হওয়ায় বিআরবি কেবলসকে ধন্যবাদ জানিয়ে জালাল ইউনুস তার বক্তব্যে বলেছেন, ‘বিপিএলের তৃতীয় আসরটি বিআরবি পৃষ্ঠপোষকতা করায় বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। ২০ নভেম্বর উদ্বোধনীর পর ২২ নভেম্বর দুপুর ২টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। ১ বছর বিরতির পর তৃতীয় আসর আয়োজন অনেক চ্যালেঞ্জিং ছিল। আমরা সব সমস্যা পেছনে ফেলে এটা করতে পারছি। আশা করি, এবারের আসরটি রোমাঞ্চকর হবে।’
বিআরবি কেবলসের পরিচালক মিজবাউর রহমান তার বক্তব্যে বলেছেন, ‘দেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালবাসাকে আমরা শ্রদ্ধা জানাই। ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতা থেকে আমরা বিপিএলের মতো জনপ্রিয় টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছি।’
শেষ বক্তা হিসেবে ক্রিয়েটিভ এজেন্সি মাত্রার প্রতিনিধি সামাউল আরেফিন বলেছেন, ‘বিপিএলের শুরু থেকেই আমরা ছিলাম। বিপিএলের যে লোগোটি দেখছেন সেটা আমাদেরই করা। বিআরবির মাধ্যমে আমরা আবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছি।’