বাংলার কন্ঠস্বর ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে রকেটটি একটি মাঠে আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে বেশ কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।
অবরুদ্ধ গাজার পূর্বাঞ্চলে শুক্রবার ইসরায়েলি পুলিশের গুলিতে ছয় ফিলিস্তিনী নিহত হয়েছেন। কয়েক শ’ ফিলিস্তিনী সীমান্তের কাছে বিক্ষোভ করতে গেলে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে গুলি ছোড়া শুরু করে ইসরায়েলি পুলিশ। এতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে।
পাঠকের মতামত...
Total Page Visits: 77 - Today Page Visits: 1