বাংলার কন্ঠস্বর ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় শান্তি মিছিলে বোমা হামলায় কমপক্ষে মারা গেছেন ৩০ জন। আহত হয়েছেন আরও ১২৬ জন। শনিবার এই ঘটনা ঘটে।
রেল স্টেশনের কাছে কুর্দি পন্থী কুর্দিশ পিপলস ডেমোক্রেসি পার্টির কর্মীসহ বেশকয়েকটি ইউনিয়ন ও সামাজিক সংগঠন আয়োজিত শান্তি মিছিলে এই বোমা বিস্ফোরণের হয়েছে।
দেশটির বেসরকারি ডোগান নিউজ এজেন্সি জানিয়েছে, যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে শত শত মানুষের জামায়েত হয়েছিল। বোমা হামলায় হতাহতের পাশাপাশি রেল স্টেশনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি হয়েছে স্টেশনের বাইরে। আর পরেরটি হয়েছে ভেতরে।
পাঠকের মতামত...
Total Page Visits: 103 - Today Page Visits: 1