বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ইউটার্ন’ চলচ্চিত্রে অভিনয় করে আগেই প্রসংশা কুড়িয়েছেন চিত্রনায়িকা আইরিন। অপেক্ষায় ছিলেন প্রথম সাইনিং ছবি ‘ছেলেটি আবোল তাবল মেয়েটি পাগল পাগল’ মুক্তির। শুক্রবার সারা দেশে পঞ্চাশ এর বেশি হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি।
ছবি মুক্তির প্রথম দিনে ঢাকার বিভিন্ন হলে হলে ঘুরেছেন আইরিন ও তার ছবির অন্যান্য কলাকুশলিরা। নিজে চোখেই দেখেছেন ছবি মুক্তির প্রথম দিকে দর্শকের রেস্পন্স কেমন ছিল।
অন্যদিকে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে আইরিন বলেছিলেন, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ সাইফ চন্দন ভাইয়ের প্রথম সিনেমা। ভাল অভিনয় করার চেষ্টা করেছি। দেখা যাক দর্শক কী রায় দেন। এখন আছি দর্শকের রায়ের অপেক্ষায়।’
সেই জের ধরেই শনিবার আইরিন বলেন,‘ শুক্রবার আমরা ঢাকার প্রধান প্রধান হলগুলোতে ঘুরেছি। সব হলই ছিল দর্শকে পূর্ণ। দর্শকের এমন সাড়া দেখ আমি মুগ্ধ। এই সব দর্শকের জন্যই আসলে আমাদের ইন্ডাস্ট্রি বেচেঁ আছে।’
বর্তমানে আইরিনের হাতে আছে সুস্ময় সুমনের ‘তোকে হেব্বি লাগছে’, সাইফ চন্দনের ‘টার্গেট’, এসএ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’। মুক্তির অপেক্ষায় আছে গাজীউর রহমান পরিচালিত ‘এই তুমি সেই তুমি’।
সম্পাদনাঃ গাজী এম আহম্মেদ। (বাংলার কন্ঠস্বর )