বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : শহরের ডায়াবেটিক সমিতির সামনে বাসের ধাক্কায় জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নিহত হয়েছেন। বাসের ধাক্কায় সোমবার সকালে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় তার মৃত্যু হয়।
নিহত রেজাউল জিয়ানগর উপজেলার বৌডুবি এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি ওষুধ কোম্পানি এলকো ফার্মার রিপ্রেজেন্টেটিভেরও কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবীর জানান, সকাল ১১টার দিকে মোটরসাইকেলে রেজাউল ডায়াবেটিক সমিতিতে ঢোকার সময় বরিশালগামী একটি বাস (পাবনা ব-৬৫) পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা বাস ও হেলপারকে আটক করে।
আটক বাসের হেলপার আব্দুল গনি (৩২) জানান, বাসটি তিনি বেকুটিয়া ফেরিঘাট থেকে চালাচ্ছিলেন। বাসের মূল ড্রাইভার ফেরিঘাটে নিজের বাড়ির কাছে নেমে যান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, দুর্ঘটনার পর বাস ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।