শিক্ষককে নিজের বানানো ঘড়ি উপহার দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রে ১৪ বছরের যে ছেলেটিকে পুলিশ পর্যন্ত যেতে হয়েছিল, সেই আহমেদ মোহামেদ যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছে কাতার।
শিক্ষা, বিজ্ঞান ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে পড়াশোনা করতে সপরিবারে কাতার যাচ্ছে আহমেদ। সেখানে সে কাতার ফাউন্ডেশনের ‘তরুণ উদ্ভাবক’ প্রোগ্রামে ভর্তি হবে। সোমবার আহমেদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে সাক্ষাৎ করে। টেক্সাসে বসবারসরত আহমেদ নিজের বানানো ঘড়ি উপহার দিয়েছিল স্কুলের শিক্ষককে। কিন্তু তিনি সেটিকে বিস্ফোরক ভেবে আতঙ্কিত হয়ে পুলিশ ডেকেছিলেন। ঘটনাটি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন শুধু নাম আর ধর্মের কারণেই তাকে এই বিরূপ আচরণের শিকার হতে হয়েছিল।
সম্পাদনাঃ গাজী মামুন আহম্মেদ। (বাংলার কন্ঠস্বর )