ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে দুইটি গাড়ি পোড়ানোর অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলার পরবর্তী তারিখ আগামী বছরের ২৬ ও ২৮ জানুয়ারি ধার্য করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা আদালতের বিচারক মো. শফিকুল করিম এ আদেশ প্রদান করেন। এসময় আদালতে জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও নলছিটি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার অহিদুল ইসলাম বাদলসহ অন্য আসামীরা উপস্থিত ছিলেন।
আসামী পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বাবুল জানান, গত ২১ জানুয়ারি রাতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌ-মাথা এলাকায় যাত্রীবাহী বাস আবদুল্লাহ পরিবহনে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ওই দিন নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বাদী হয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়াসহ ৪৯ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ৫৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। যার শুনানি ২০১৬ সালের ২৮ জানুয়ারী নির্ধারন করেন আদালত।
এর আগে ঝালকাঠির নলছিটি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির কমিটির কার্য প্রক্রিয়ায় অংশগ্রহন করেন মিঞা আহমেদ কিবরিয়া। এসময় নলছিটিতে তার সাথে ছিল জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আলম গিয়াস, যুগ্ম সাধারন সম্পাদক খন্দ্কার অহিদুল ইসলাম, বাদলসহ অন্যান্য নেতারা, ঝালকাঠী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামল মন্টু, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর নলছিটির ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহন খানের পিতার মৃত্যুতে শোকাহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। নলছিটি উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মাসুদুর রহমানের পিতার কবর জেয়ারত করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কুশংগল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আ: জলিল মোল¬া, দপদপিয়ায় খন্দকার অহিদুল ইসলাম বাদলের বড় ভাইয়ের কবর জিয়ারত করেন এরপর ঝালকাঠীতে যুবদল নেতা সোহাগের মাতার মৃত্যুতে শোকাহতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।

ঝালকাঠিতে গাড়ি পোড়ানো মামলায় হাজিরা দিলেন কিবরিয়া-
Total Page Visits: 35 - Today Page Visits: 1