ঝালকাঠি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠির রাজাপুর মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে প্রেসক্লাবের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্ত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি আব্দুল বারেক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নু, বীর মুক্তিযোদ্ধা খায়রুল আলম সরফরাজ ও রাজাপুর থানার ওসি মুনীর উল গীয়াস। অনুষ্ঠানে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা ৭১ এর ওই দিনের সম্মুখযুদ্ধের স্মৃতিচারন করেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 54 - Today Page Visits: 1