বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : রাজধানীর মহাখালী আইপিএস পুকুরপাড় এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত ৩৫ বছরের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ জানান, আইপিএস পুকুরপাড় এলাকায় রাত আড়াইটার দিকে র্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থলে একজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মোস্তাক আহমেদ জানান, নিহতের পরনে কালো প্রিন্টের শার্ট ও কালো প্যান্ট রয়েছে।
পাঠকের মতামত...
Total Page Visits: 76 - Today Page Visits: 1