বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে আবারো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব আল হাসান। এ জন্য রবিবার রাতেই দেশ ছাড়ছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শনিবার বিশ্বসেরা এই অলরাউন্ডার নিয়েছেন ৫ উইকেট। এর পরদিনই তাকে ফিরে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাই জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলা হচ্ছে না সাকিবের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এই তথ্য জানা গেছে।
জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্প শুরুর আগে থেকেই ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব। অনুশীলনে যোগ দিয়েই সাকিব অবশ্য জানিয়ে রেখেছিলেন, প্রয়োজন পড়লে দুই-একটা ম্যাচ মিস করে তাকে হয়তো যুক্তরাষ্ট্রে ফিরতে হতে পারে। ততদূর যেতে পারেননি। মাত্র এক ম্যাচ খেলার পরই তাকে স্ত্রীর কাছে ফিরে যেতে হচ্ছে। তবে কোন বিমানে চড়ছেন সাকিব, তা নিশ্চিত হওয়া যায়নি।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হবে সোমবার। সেই ম্যাচে অংশ নিতে রবিবার বিকেলে অনুশীলন করেছে টাইগাররা। অনুশীলনে সাকিব অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে ফেসবুক ফ্যানপেজে বাবা হতে যাওয়ার সংবাদ দেন সাকিব নিজেই। সন্তানসম্ভবা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখে সিরিজ খেলতে এসেছিলেন তিনি। তবে এসেও সব ম্যাচ খেলার সুযোগ হল না তার।