অভিনেত্রী জেরিন খানের কাছে বাধা পেয়ে বলিউড বাদশা শাহরুখ খান ও সুপারস্টার রণবীর সিংকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সাবেক পর্নস্টার সানি লিওন! কিন্তু প্রশ্ন হলো জেরিন কী এমন বাধা তৈরি করলেন সানির পথে? আর তার ফলে কেন সানির চ্যালেঞ্জের মুখে পড়লেন শাহরুখ-রণবীর? আসলে প্রকাশ্যে সানি লিওন চ্যালেঞ্জ না জানালেও পরিস্থিতিটা তেমনটায় বলছে। প্রথমে একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল জেরিন খানের ‘হেট স্টোরি ৩’ আর সানি লিওনের ‘মাস্তিজাদে’-র! বক্স অফিসে তাঁরা পরস্পরের মুখোমুখি দাঁড়ালে কী হত, বলা মুশকিল! কিন্তু, ঝুঁকিটা নিতে চাইলেন না ছবির প্রযোজকরাই! ‘মাস্তিজাদে’-র প্রীতীশ নন্দীর কাছে তাই ফোন গেল ‘হেট স্টোরি ৩’-এর ভূষণ কুমারের! ভূষণের আবেদন ছিল, প্রীতীশ যেন তাঁর ছবির মুক্তি একটু পিছিয়ে দেন! কার্যত, ভূষণের আবেদন মেনে নিলেন প্রীতীশ। ভূষণ তাঁর দীর্ঘ দিনের বন্ধু, তাই তাঁর আবদার ফেলতে পারলেন না! তাহলে কবে মুক্তি পাবে ‘মাস্তিজাদে’? এখানেই আসছে শাহরুখ-রণবীরকে চ্যালেঞ্জের প্রশ্ন! ডিসেম্বরে যখন মুক্তি পাবে ‘দিলওয়ালে’ আর ‘বাজিরাও মাস্তানি’, তখনই মুক্তি পাবে ‘মাস্তিজাদে’ও! তার ফলাফল? সে উত্তর ভবিষ্যৎই দেবে!

শাহরুখ-রণবীরকে চ্যালেঞ্জ সানি লিওনের
Total Page Visits: 80 - Today Page Visits: 1