কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্ত এলাকা থেকে ৪ লাখ টাকা মুল্যের ভারতীয় অফিসার চয়েজ মদ আটক করেছে বিজিবি।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রাম এর যাত্রাপুর বিওপির হাবিলদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে রোববার রাতে যাত্রাপুর কলাবাগান নামক স্থানে অবস্থান নেয়। পরে ২ জন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ২৬৭ বোতল অফিসার চয়েজ মদ আটক করে। যাহার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কুড়িগ্রামের পরিচালক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন জানান, আটককৃত মাদকদ্রব্যের মূল্য ৪ লক্ষাধিক টাকা। এসব আটককৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সীমান্ত থেকে ৪ লাখ টাকার মাদকদ্রব্য আটক
Total Page Visits: 48 - Today Page Visits: 1