বিনোদন ডেস্ক : বলিউডের ব্যাচেলর খানের আজ ৫০ তম জন্মদিন। আর এই দিনে ভক্ত অনুরাগীদের জন্য রয়েছে খান সাহেবের বিশেষ উপহার। নিজের ৫০ তম জন্মদিনে অনুরাগীদের জন্য এই বিশেষ উপহার নিজেই ঘোষণা করলেন দাবাং খান। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে সালমান খানের অনুরাগীরা। তাদের জন্যই অনলাইন শপিং পোর্টাল চালু করলেন সালমান। পোর্টালের নাম দেয়া হয়েছে ‘খান মার্কেট’! যদিও পোর্টালটি এখনই পুরোপুরি খোলা হয়নি। মার্কেটটির রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। নিজের সোশ্যাল নেটওয়ার্কিং পেজে মার্কেট চালুর কথা ঘোষণা করেছেন সালমান। ট্যুইটারে তিনি লিখেছেন, অনুরাগীদের জন্য আমার ৫০ বছর পুর্তি উপলক্ষে বিশেষ উপহার-http://www.KhanMarketOnline.com এই ট্রিটের জন্য রেজিস্টার করুন। এছাড়াও রয়েছে আরো অনেক কিছু। এই মার্কেটে রেজিস্টেশন করতে হলে যা করতে হবে। প্রথমে গ্রাহককে ‘গেট স্টার্টেড’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ‘ফ্যানস্ ওনলি’ নামের সেকশনে ঢুকে ফর্ম ফিলাপ করতে হবে। সোশ্যাল মিডিয়াতেও পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে বলে জানা গিয়েছে। রয়েছে ‘ডোন্ট লাইক ফর্মস্’ অপশনও। এছাড়া আর বিস্তারিত তেমন কিছু এখনও জানায়নি পোর্টালটি।

অবশেষে সালমানের বিশেষ উপহার ঘোষণা
Total Page Visits: 76 - Today Page Visits: 1