বাংলার কন্ঠস্বর :বরিশাল ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি’র শিক্ষার্থীরা তাদের উপর গত বছরের ৩ ডিসেম্বর পুলিশী হামলার প্রতিবাদ ও এবং স্বাস’্যমন্ত্রীর ঘোষণা বাস-বায়নের দাবীতে মানববন্ধন, অবস্থান কর্মসূচী ও সমাবেশ কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে বান্দরোডে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সর্বদলীয় আইএইচটি ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ সোয়াইব হোসেন আসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বিএমটিএ এর বিভাগীয় সভাপতি মো গোলাম মোস-ফা সেলিম এবং সাধারণ সম্পাদক আশীষ কুমার, প্রভাষক সুবাধ রঞ্জন, ফার্মাসিষ্ট হাবিব, ছাত্রনেতা মোৎ আরিফুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ। বক্তারা জানান, ১০ দফা দাবী নিয়ে আইএইচটি’র শিক্ষার্থীদের শানি-পূর্ণ কর্মসূচীতে হামলার ঘটনার পর আবিএমটি’র নেতাদের সাথে আলোচনায় তিন মাসের মধ্যে দাবীগুলো পর্যায়ক্রমে মেনে নেয়া হবে বলে স্বাস’্যমন্ত্রী আশ্বাস প্রদান করেন। কিন’ এক বছর পেরিয়ে গেলেও দাবিগুলো না মানা দুঃখ প্রকাশ করেন তারা।
সম্পাদনাঃ এস.এম রাকিবুল হাছান(ফয়সাল)