বাংলার কন্ঠস্বরঃ আসন্ন পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এ দাবি জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সিইসির সঙ্গে দেখা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল হালিম, ক্যাপ্টেন সুজা উদ্দিন, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল।
মঈন খান সাংবাদিকদের বলেন, পৌর নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সেনা মোতায়েন জরুরি। কারণ সেনা মোতায়েন ছাড়া ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবে না।
বিএনপির এই নেতা আরও বলেন, সারা দেশে পৌর নির্বাচন নিয়ে সংঘর্ষ হচ্ছে। বিএনপির প্রার্থীদের নাজেহাল করা হচ্ছে। এ কারণে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হলে সেনা মোতায়েনের বিকল্প নেই। – See more at: http://www.manobkantha.com/2015/12/22/89521.php#sthash.cQhkQcQu.dpuf

ইসির কাছে সেনা মোতায়েনের দাবি বিএনপির
Total Page Visits: 41 - Today Page Visits: 1