বাংলার কন্ঠস্বর ডেস্কঃ
অনিয়মের প্রমাণ মেলায় রাজধানীর উত্তরার দুই হাসাপাতালকে সাত লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।সোমবার উত্তরার গরীব-ই-নেওয়াজ এভিনিউর ‘শিন শিন জাপান হাসপাতাল লিমিটেড’ ও ‘কেয়ার জোন হাসপাতাল লিমিটেডে’ অভিযান চালানো হয় বলে র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ জানিয়েছেন।তিনি বলেন, রি-এজেন্টের মেয়াদোত্তীর্ণ তারিখ ঘাষামাজা করে সময় বাড়িয়ে লেখার অপরাধে শিন শিন হাসপাতাল কর্তৃপক্ষকে চার লাখ টাকা জরিমানা করা হয়।আর লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার, এক্সরে ইউনিট স্থাপন ও অনুমোদন ছাড়া আইসিইউ পরিচালনার অপরাধে কেয়ার জোন হাসপাতাল কর্তৃপক্ষকে তিন লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান ফিরোজ আহমেদ।
পাঠকের মতামত...
Total Page Visits: 135 - Today Page Visits: 2