বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : হাসল গেইলের ব্যাট, কাটলো গেইলের অন্তর্ভুক্তিতে বরিশাল বুলসের হারের অপয়া অপবাদ। তাতেই গেইলের সামনে উড়ে গেল চট্টগ্রাম ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৮তম ম্যাচে চট্টগ্রামকে ৮ উইকেটে হারিয়ে বড় জয়ের স্বাদ পায় বরিশাল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথমে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বরিশাল বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ৭ উইকেটে ১৩৫ রান করতে সমর্থ হয় তামিমবিহীন চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে করেন আনামুল হক বিজয় ও এ ম্যাচের অধিনায়ক তিলকরাত্নে দিলশান। বরিশালের পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সামি ও কেভন কুপার।
জয়ের জন্য ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বরিশাল।
দলকে একাই জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। শুরুতে ধীরস্থির থাকলেও, পরে চট্টগ্রামের বোলারদের বেধড়ক পিটিয়েছেন গেইল। ফলে শেষ পর্যন্ত তার নামের পাশে লেখা হয়ে যায় ৪৭ বলে অপরাজিত ৯২ রান। তার ৭৬ মিনিটের ইনিংসে ৯টি বিশাল ছক্কা ও ৬টি চার ছিলো। এছাড়া মাহমুদুল্লাহ ১৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন গেইল।

গেইল ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
Total Page Visits: 46 - Today Page Visits: 1