বাংলার কন্ঠস্বর ডেস্ক : সাম্প্রতিক সময়ে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়ের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবলারের রিয়ালে থিঁতু হওয়া নিয়ে নানা সময়েই গুজব রটেছে। বিভিন্ন সময় তিনি ফ্রান্সের পিএসজি কিংবা সাবেক ক্লাব ম্যানইউতে ফিরে যেতে পারেন বলেও শোনা গেছে। কিন্তু এবার তার এজেন্ড শোনালেন ভিন্ন কথা।
এ পর্তুগিজ তারকার এজেন্ট জর্জ মেন্ডেজ স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমি নিশ্চিত যে সে রিয়ালেই খেলে যাবে। পরবর্তী চার, পাঁচ, ছয় কিংবা সাত বছর- যতদিন খেলে সে রিয়ালেই থাকবে। সে এখানেই ক্যারিয়ার শেষ করবে।’
তিনি বলেন, ‘রোনালদো রিয়ালেই সুখী। সে ৪০ বছর বয়সে বুট জোড়া তুলে রাখবে।’
প্রসঙ্গত, ২০১৮ সালের জুনে রিয়ালের সাথে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। চলতি সেশনে তিনি দলটির পক্ষে ২৪ গোল করেছেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 38 - Today Page Visits: 1