ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিকের বিরুদ্ধে ইউনিয়ন যুবলীগের এক নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আহত বাসন্ডা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মিন্টু এ অভিযোগ করেন। জানাগেছে, গতকাল শনিবার সকালে মিন্টু তার বাড়ি চামটা থেকে মটোরসাইকেল যোগে ঝালকাঠি শহরে যাচ্ছিল হঠাৎ করে ইউপি চেয়ারম্যান তার বাড়ির সামনে বসে মটোরসাইকেলের গতিরোধ করে। পরে মিন্টুর কলার ধরে চড় থাপ্পর মারে। এসময় কবির ফকির নামক এক ব্যাক্তি মিন্টুকে উদ্ধার করে। শেখ মিন্টুর অভিযোগ তিনি ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাসন্ডা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ সাবের আহম্মেদের সমর্থক হওয়ায় তাকে আক্রোশমুলক ভাবে মারধর করা হয়েছে। এসময় ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক তার মাধায় পিস্তল ঠেকায়। আর অকথ্য ভাষায় গালি দেয় যে,‘তুই সাবেরের লোক তোকে দেখে নেব।’ প্রত্যক্ষদর্শী কবির ফকির বলেন,‘ আমি দেখি চেয়ারম্যান মোবারক মল্লিক মিন্টুকে মারধর করতেছে। এমন সময় আমি এগিয়ে এসে তাকে উদ্ধার করি। তখন চেয়ারম্যানের কোমরে থাকা পিস্তলটি রাস্তায় পরে যায়। আমি শুনেছি যে মিন্টু চেয়ারম্যানের মা-বোন তুলে গালাগালি করেছে তাই তাকে মারধর করেছে। এদিকে মো. সাখাওয়াত হোসেন চানু ও বশির খলিফা নামের দুই ব্যাক্তিকে শহরের পোষ্ট অফিসের সামনে বসে ইউপি চেয়ারম্যান মোবারক মল্লিক হুমকী দিয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। মো. সাখাওয়াত হোসেন চানু বলেন, ‘ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক আমাকে বলে এলাকায় গিয়ে তুই মাস্তানি কর, পিস্তল দেখেছো একবারে গুলি করে দিব।’ এবিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানাগেছে। এব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিকের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হরেও তাকে পাওয়া যায়নি

ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগনেতাকে মারধরের অভিযোগ
Total Page Visits: 95 - Today Page Visits: 1