ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ছিন্নমুল অসহায় পথ শিশুদের নিয়ে ব্যাতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন। গতকাল বরিবার দিনব্যাপী আনন্দ ঘন পরিবেশে শিশুদের জন্য নানা কর্মসূচী পালন করা হয়। এর মধ্যে ছিল নাচ, গান, ছবি আঁকা, বিভিন্ন খেলাধূলা ও নৌকা ভ্রমন। সকালে ধানসিঁড়ি মহিলাক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট চন্দ্র মহলের মালিক সৈয়দ আমানুল হুদা, এ্যাডভোকেট ইকরাম ফরাজী, মো. ফিরোজ বারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগো ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি ফারজানা ববি নাদিরা। বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া শিশুদের সাথে আড্ডায় মিলিত হন।
ক্যাপশন: ঝালকাঠিতে জাগো ফাউন্ডেশনের আলোচনা সভায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌরমেয়র আফজাল হোসেন।