ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাত টার দিকে এ ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাজারের জাকির হোসেনের মুরগির দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। এতে আশেপাশের দুটি মুদি দোকানসহ মোট ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। ঝালকাঠি , বরিশাল ও ভান্ডারিয়ার ফায়ার সার্ভিরের তিনটি ইউনিট ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রহস্থরা দাবি করেছে।
পাঠকের মতামত...
Total Page Visits: 113 - Today Page Visits: 4