বাংলার কন্ঠস্বর ডেস্ক : ভারতের দিল্লিতে মঙ্গলবার সকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
রঞ্চির উদ্দেশে ছেড়ে যাওয়া সুপার কিং বিমানটিতে বিএসএফের তিন কর্মকর্তা ও সাত প্রকৌশলীসহ মোট ১০ আরোহী ছিলেন।
স্থানীয় সময় সকাল ৯টা ৫০ মিনিটে দিল্লি বিমানবন্দরের কাছে বিমানের প্রকৌশলীরা এর নিয়ন্ত্রণ হারালে বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সব আরোহীর মৃত্যু হয়।
বিমানটি একটি দেয়ালে আছড়ে পড়ে ও সেপটিক ট্যাঙ্কের ওপর বিধ্বস্ত হয়। এখনো এটির একটি অংশ পানিতে পড়ে রয়েছে।
দুর্ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীদের পাশাপাশি ফায়ার সার্ভিসের ১২টিরও বেশি গাড়ি কাজ করে।
বিমানটি মূলত মন্ত্রী ও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তাদের বহনে ব্যবহৃত হয়। এদিন রঞ্চিতে একটি হেলিকপ্টার মেরামতের উদ্দেশ্যে জ্যেষ্ঠ প্রকৌশলীরা এটিতে চড়ে যাচ্ছিলেন।
শিগগিরই দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।