বাংলার কন্ঠস্বর প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে বরিশালের অবস্থান ছিল দ্বিতীয় স্থানে। অষ্টম ম্যাচে দলটি যখন মাঠে নামে তখন তাদের হয়ে ওপেন করতে নামেন টোয়েন্টি২০ ক্রিকেটের বিশ্বসেরা ব্যাটসম্যান ক্রিস গেইল। আর প্রতিপক্ষ সিলেট সুপার স্টার্স ৬ ম্যাচের ৫ টিতেই হেরে টুর্নামেন্ট টেবিলের তলানির দল। কিন্তু সেই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নেমেই লজ্জার রেকর্ড নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বরিশালকে!
রবিবার বিপিএলের তৃতীয় পর্বের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল! এটি বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল খুলনার, ২০১৩ সালে চট্টগ্রামের বিপক্ষে ৬৭ রানেই থেমে গিয়েছিল দলটি।
টোয়েন্টি২০ ক্রিকেট মানেই ক্রিস গেইল ঝড়, কিন্তু এক ছক্কায়ই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান তারকার ইনিংস। মাত্র ৮ বলে ৮ রান করেই মোহাম্মদ শহীদের বলে নাজমুল হাসান মিলনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেছেন এই ওয়েস্ট ইন্ডিয়ান। এর আগে আউট হয়েছেন আরেক ওপেনার এভিন লুইস। নিয়মিত বিরতিতে উইকেট পতনে ১৬ ওভারে অলআউট হয়ে যায় দলটি, মাত্র ৫৮ রানে। মোহাম্মদ সামি ও এভিন লুইস ছাড়া বরিশালের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি।
সিলেট সুপারস্টার্সের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রবি বোপারা। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন শহিদ আফ্রিদি, মোহাম্মদ শহীদ ও রুবেল হোসেন।
জবাবে ব্যাটিং করতে নেমে সহজেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শহীদ আফ্রিদির সিলেট। প্রথমে ওভারের পঞ্চম বলেই ওপেনার দিলশান মুনাবীরা দলীয় শূন্য রানে আউট হলেও সিলেটের জয়ে তা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। জুনাইদ সিদ্দিকির ৩৪ রান ও নুরুল হাসানের ১৯ রানে ১১.২ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আফ্রিদি বাহিনী। বরিশালের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সামি।