অনলাইনঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বুলসের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিতে খেলছেন না বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। বিগ ব্যাশে খেলতে শনিবার রাতেই মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
কোয়ালিফায়ারের মতো এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গেইলকে না পাওয়াটা বরিশালের জন্য বড় ধরনের আঘাত। আবার দর্শকরাও এই বিস্ফোরক ব্যাটসম্যানের আরেকটি তাণ্ডব দেখা থেকে বঞ্চিত হলো।
এবার বিপিএলে চার ম্যাচ খেলে গেইলের রান ৮, ৮, অপরাজিত ৯২ ও ৩১।
এবারের বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলতে চুক্তিবদ্ধ গেইল। বিগ ব্যাশে রেনেগেডসের প্রথম ম্যাচ ১৯ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে। কিন্তু বিদেশি ক্রিকেটারদের সঙ্গে বিগ ব্যাশের দলগুলোর চুক্তিই থাকে এইরকম যে সপ্তাহখানেক আগে দলের সঙ্গে যোগ দিতে হবে।
ম্যাচের আগে টসের সময় গেইলের ফিরে যাওয়ার খবর নিশ্চিত করলেন বরিশাল অধিনায়ক মাহমুদউল্লাহ, “বিগ ব্যাশ খেলতে চলে গেছে গেইল। আমরা অবশ্যই ওকে মিস করব।”
দীর্ঘদিন ধরে ভুগতে থাকা পিঠের চোট কাটাতে গত আগস্টে অস্ত্রোপচার করিয়েছিলেন গেইল। বিপিএল দিয়েই মাঠে ফিরেছেন চার মাস পর।

বরিশাল বুলসে আজ নেই গেইল
Total Page Visits: 45 - Today Page Visits: 1