রমজানুল মমোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি: বিএনপিকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছে হরতার অবোরোধের নামে তারা পেট্রোল বোমা মেরে মনুষ হত্যা করেছে। এগুলো থেকে তারা যদি বিরত থাকত তাহলে আমাদের দেশ ২০১৬ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে পরিনত হত। এরা দেশের উন্নয়ন ও অগ্রগতি চায় না। যদি চাইত তাহলে নির্বিচারে মানুষ হত্যা করতে পারত না। আমাদের যে সম্পদ রয়েছে তা যদি সঠিক ভাবে আরোহন করা যায় তাহলে শীঘ্রই বাংলাদেশ হবে পৃথীবির মধ্যে অন্যতম ধনি দেশ। গতকাল শুক্রবার সকাল ১১ টায় এলজিইডির অধিনে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে নির্মিত লাল মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার ও তিন কোটি টাকা ব্যায়ে নির্মিত এর সংযোগ সড়কের ভিত্তপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মজিবুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে রাখেন জেলা আওয়মী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, এলিইডির নির্বাহী প্রকৌশলী সেলিম সরকার, থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদার, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক এসএম রুহুল আমিন রেজভী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
ক্যাপশন: ঝালকাঠির পোনাবালিয়ায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।॥

বাংলাদেশ হবে পৃথীবির মধ্যে অন্যতম ধনি দেশ’ ….শিল্পমন্ত্রী
Total Page Visits: 85 - Today Page Visits: 1