আসুসের ষষ্ঠ প্রজন্মের জেনবুক ইউএক্স৩০৩ দেশের বাজারে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড। পাতলা, ওজনে হালকা এই জেনবুক মাল্টিটাস্কিংয়ের জন্য এক দারুণ ল্যাপটপ।
এর ১৩.৩ ইঞ্চি আইপিএস ফুল এইচডি এলিডি ডিসপ্লে দেয় স্বচ্ছ ও প্রাণবন্ত ভিডিও চিত্র দেখার অনুভূতি এবং এর সনিক মাস্টার প্রযুক্তি সম্পন্ন অডিও দেয় ক্রিস্টাল ক্লিয়ার শব্দ শোনার অনুভুতি। এছাড়াও ইউএক্স৩০৩ এর সকল মডেলের অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে উইন্ডোজ ১০।
ইউএক্স৩০৩ ইউবি জেনবুকটিতে রয়েছে ষষ্ঠ প্রজন্মের ২.৫০ গিগাহার্জ সমৃদ্ধ ইন্টেল কোরআই-৭ প্রসেসর, ৮ জিবি র্যাম, ১ টেরাবাইট SATA হার্ডডিস্ক, ২ জিবি এনভিডিয়া জিফোর্স ৯৪০ এম ভিডিও গ্রাফিক্স। নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, ওয়্যারলেস ল্যান এবং এইচডি ক্যামেরা। তিন সেল পলিমার ব্যাটারি সহ জেনবুকটির ওজন মাত্র ১.৪৫ কেজি।
২ বছর ওয়ারেন্টিসহ এই জেনবুকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৭,০০০ টাকা।