রমজানুল মোরশেদ,ঝালকাঠি প্রতিনিধি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছে, বেদখল হওয়ায় সরকারি জমি উদ্ধার করে সেখানে পুকুর খনন করতে হবে। খোলা জলাশয়ে অভাবে আজ পরিবেশ দুষন হচ্ছে। পৃথীবিকে বাসযোগ্য করা জন্য পুকুর খননের বিকল্প নাই। গতকাল শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, ওসি মাহে আলম, পিপি মান্নান রসুল প্রমুখ। এদিকে ঝালকাঠিতে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা মানুষের দোর গোরায় পৌছে দেয়ার লক্ষ্যে ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। শনিবার দুপুরে এর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। কলেজের অস্থায়ী কর্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ফিরোজা আমু হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়–য়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, পৌর মেয়র আফজাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, অল্প পয়সায় সু-চিকিৎসা ও পাশ্বপ্রতিক্রিয়া মুক্ত হওয়ায় দিন দিন হোমিওপ্যাথিক চিকিৎসা জনপ্রিয় হচ্ছে।
ক্যাপশন: ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।