বাংলার কন্ঠস্বরঃ মহান বিজয় দিবস উপলে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার বিকেল সাড়ে ৩ টায় নগরীর সদর রোডস্থ রয়েল রেস্তোরায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম ওয়াসিম মল্লিক। সভাপতিত্ব করেন বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ নোমানী। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল খান, ক্রিড়া সম্পাদক পারভেজ সরদার, সাহিত্য সম্পাদক মজিবর রহমান নাহিদ, নির্বাহী সদস্য জুয়েল খান প্রমুখ। মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি করেন সাবেক সহ সভাপতি সালমান আজিম, মহিলা বিষয়ক সম্পাদিকা বেবী জেসমিন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের যুগ্ম-সম্পাদক রিপন হাওলাদার। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহিদুল আলম ওয়াসিম মল্লিক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ আর বেশী দুরে নয়। ইতিমধ্যেই জননেত্রী শেখ হাসিনার দ পরিচালনায় সরকারের নানান পদেেপ বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। তবে আগামী দিনে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সাংবাদিকদেরকে আরো অগ্রনী ভুমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের ইতিহাস নিয়ে দীর্ঘ আলোচনা শেষে সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া ১৬ ডিসেম্বর দিনের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

মহান বিজয় দিবসে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত
Total Page Visits: 106 - Today Page Visits: 2