বাংলার কন্ঠস্বর ডেস্ক : আসামের স্বাধীনতাকামী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গৌহাটি কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার তাকে মুক্তি দেওয়া হয় বলে ভারতের টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে।
বুধবার অনুপ চেটিয়ার বিরুদ্ধে দায়ের করা চতুর্থ মামলায় তাকে জামিন দেয় আদালত।
এর আগে, বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে হস্তান্তরের পর তিন মামলায় জামিন পেয়েছিলেন তিনি।
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, জাল পাসপোর্ট ব্যবহার ও বৈদেশিক মুদ্রা রাখার দায়ে ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের কারাগারে ছিলেন উলফার ওই শীর্ষ নেতা।
ওই সব অপরাধে তার মোট ১৪ বছরের সাজা হয়। সাজা শেষে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
গত ১১ নভেম্বর তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত...
Total Page Visits: 73 - Today Page Visits: 2