শ্রীলঙ্কা দেশটা মোহাম্মদ আশরাফুলের জন্য ‘পয়া’। এর কারণটা পরিস্কার – ক্যারিয়ারের ছয়টি সেঞ্চুরির মধ্যে তিনটিই তার এসেছে এই মাটিতে। আর সেকারণেই কি না, সদ্য-বিবাহিত স্ত্রী আনিকা তাসলিমা অর্চিকে সাথে নিয়ে হানিমুন করতে চলে গেলেন সেই দেশটাতেই।
তবে, টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান এখানেই থামলেন না। সস্ত্রীক এবার চলে গেলেন মালদ্বীপে। এক দ্বীপ থছে চলে আসলেন আরেক দ্বীপে; লঙ্কাদ্বীপ ছেড়ে আসলেন আরেকটি ছোট দ্বীপরাষ্ট্রে।
আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দু’জনের মধুচন্দ্রিমার ছবি পাওয়া গেল। আর সময়টা যে আশরাফুল ও তার নববধূ বেশ উপভোগ করছেন সেটা বলে না দিলেও চলে।
জানিয়ে রাখা ভাল, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সব রকম ক্রিকেটে নিষিদ্ধ এই ক্রিকেটার গত ১১ ডিসেম্বর জীবনের নতুন ইনিংস খেলতে নামেন। জুটি বাঁধেন ভৈরবের মেয়ে অর্চির সাথে।