স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ মো. রাসেল (২৫) নামে একজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার।
তিনি বলেন, ‘আটক রাসেল মালয়েশিয়া থেকে এমএইচ-১৯৬ ফ্লাইটে করে রাত সাড়ে ৯টায় ঢাকায় আসেন। তাকে সন্দেহ হলে তল্লাশি করে তার কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।’ রাসেলের বাড়ি কুমিল্লায় বলে জানান তিনি।
পাঠকের মতামত...
Total Page Visits: 108 - Today Page Visits: 2