বাংলার কন্ঠস্বর ডেস্ক : শীতে বাতাসে আর্দ্রতা কম থাকায় ত্বকের পাশাপাশি ঠোঁটও ফেটে যায়। তাই এই শুষ্ক মৌসুমে ত্বকের পাশাপাশি নিতে হবে ঠোঁটেরও যত্ন।
শীতে ঠোঁট নরম রাখার কিছু উপায় দেওয়া হল—
* জিহ্বা দিয়ে ঠোঁট চাটবেন না। যখনই ঠোঁট শুষ্ক মনে হয় তখনই আমরা লালা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেই। কিন্তু এতে ঠোঁট আরও শুষ্ক হয়।
* শুষ্ক আবহাওয়ায় ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই লিপজেল নিয়ে বের হবেন। যখনই ঠোঁট শুষ্ক মনে হবে তখনই লিপজেল লাগিয়ে নিন। তাতে ঠোঁট ফাটবে না।
* ম্যাট লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপজেল লাগিয়ে নেবেন। এতে লিপস্টিকের রং দীর্ঘ সময় থাকবে কি-না তা বলা না গেলেও ঠোঁটে ময়েশ্চারাইজার বজায় থাকবে।
* শীতে সুন্দর নরম ঠোঁট পেতে চিনি ও মধু মিশিয়ে স্ক্যাব বানিয়ে এক সপ্তাহ লাগান। এতে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে। ঠোঁট থাকবে নরম ও কোমল।
পাঠকের মতামত...
Total Page Visits: 58 - Today Page Visits: 1