বাংলার কন্ঠস্বর ডেস্ক : সিরিয়ার ইদলিব শহরে রবিবার বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। পর্যবেক্ষক সংস্থা ও বাসিন্দাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেট, আবাসিক ঘর-বাড়ি ও অফিস ভবনে হামলা চালানো হয়েছে।
স্থানীয় সমন্বয়ক কমিটিগুলো জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৭০ জন আহত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোট না রাশিয়া কারা এই বিমান হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে এটি সন্দেহভাজন রুশ হামলা বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
রাশিয়ার পক্ষ থেকে এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।
ওই অঞ্চলটিতে বিদ্রোহীদের দমনে অভিযান চালাচ্ছে রাশিয়া। গত সেপ্টেম্বরে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে দেশটি।
পাঠকের মতামত...
Total Page Visits: 133 - Today Page Visits: 1