মেহেন্দিগঞ্জ সংবাদদাতা,শাকিল অাহেম্মেদ: মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে আ.লীগ সম্মার্থিত অালহাজ্ব কামাল উদ্দিন খান নৌকা প্রতীক, বিএনপি সম্মার্থিত গিয়াস উদ্দিন দ্বিপেন ধানের শীশ প্রতিক,ইসলামি অান্দলোনের জাহাঙ্গির হোসেন খোকন হাথ পাখা প্রতিক নিয়ে নির্বাচন করে। ৯ টি ওয়ার্ডে এ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি ওয়ার্ডে শান্তি পূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গননা চলছে। সকাল ৮ ঘঠিকায় বরিশাল ৪ অাসনের মাননিয় সাংসদ পংকজ দেবনাথ ২নং ওয়ার্ডে ভোট প্রদানের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়।
পাঠকের মতামত...
Total Page Visits: 114 - Today Page Visits: 3