সাভারের বংশী নদীতে গোসলে নেমে শিমু নামে ১০ বছরের শিশু নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল কাজ করছে। শুক্রবার দুপুরে পরিবারের সঙ্গে বেড়াতে এসে বংশীনদীতে গোসলে নেমে এ ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের সেচ্ছাসেবক দলের কর্মী মো. রাজিবুল ইসলাম জানান, পরিবারের সঙ্গে ১০ বছরের মেয়ে শিমু বংশী নদীর পাশে কাইজার গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে আসে। পরে দুপুরে বংশী নদীতে গোসলে নেমে স্রোতের টানে নিখোঁজ হয়। প্রথমে স্থানীয় লোকজনের সহায়তায় খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধার কাজ চলাচ্ছে।
নিখোঁজ শিমু সাভারের চাপাইন এলাকার লালটেক মো. কুদ্দুস মিয়ার মেয়ে। শিমু ৩ য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
পাঠকের মতামত...
Total Page Visits: 33 - Today Page Visits: 1